ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ

প্রকাশিত: ১০:৩১ এএম, ২৬ মে ২০১৭

মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মহব্বত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছে ছাত্রীরা।

শুক্রবার দুপুরে হোস্টেলের ছাত্রীরা অধ্যক্ষের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলে জেলা প্রশাসক মো. আতিকুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেছেন।

তারা এ বিষয়ে মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, পুলিশ সুপার, ডি ডি এন এস আই বরাবরও একই অভিযোগ দাখিল করেছেন।

তবে এ বিষয়ে মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মহব্বত হোসেন জাগো নিউজকে জানান, কলেজে তিনি নতুন যোগদান করে সকল শিক্ষক শিক্ষিকাকে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত কলেজে থাকার নির্দেশ দেয়ায় অনেক শিক্ষক ঠিকমত প্রাইভেট পড়াতে পারছেন না। তাই একটি মহল তার নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের পাঁয়তারা করছেন।

এ বিষয়ে মাগুরার জেলা প্রশাসক মো. আতিকুর রহমান সাংবাদিকদের কোনো কিছু জানাতে রাজি হননি। বিষয়টি মাগুরার টক অব দি টাউনে পরিণত হয়েছে।

আরাফাত হোসেন/এমএএস/পিআর