ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনে ট্রলারসহ তিন জেলে আটক

প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৬ মে ২০১৭

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কুচখালি খাল এলাকা থেকে অবৈধভাবে মাছ ধারার সময় তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। জব্দ করা হয়েছে মাছ ধরার কাজে ব্যবহৃত ট্রলার। শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়েছে।

আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের নূর আলী গাজীর ছেলে আমিনুর গাজী, দক্ষিণ কদমতলা গ্রামের আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে কামরুল ইসলাম জোয়াদ্দার ও গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের মৃত. রুপচাঁদ গাজীর ছেলে রেজাউল করিম গাজী।

বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা মিঠু তালুকদার বলেন, কোনো বৈধ পাশ ছাড়াই আটকরা সুন্দরবনের গহীনে মাছ ধরছিলেন। আটকের পর এদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আকরামুল ইসলাম/এমএএস/পিআর