মাগুরায় বাড়িতে গিয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
প্রতীকী ছবি
মাগুরা শহরতলীর প্রাণি হাসপাতাল পাড়ায় শুক্রবার বিকেলে নিজ বাড়িতে এক প্রতিবন্ধী তরুণী (২০) ধর্ষণের শিকার হয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেছে প্রতিবেশীরা।
প্রতিবেশীরা জানায়, শুক্রবার বিকেলে তারা ওই প্রতিবন্ধী মেয়েটির বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। এ সময় তারা এগিয়ে গেলে মেয়েটিকে বাথরুমের ভেতর সিটকিনি আটক অবস্থায় পাওয়া যায়। সিটকিনি ভেঙে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা। ততক্ষণে ধর্ষক বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে গেছে। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হয়।
মাগুরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পুস্প রানী বিশ্বাস জাগো নিউজকে জানান, ধর্ষণের সময় মেয়েটির উপর অমানুষিক অত্যাচার করেছে পাষণ্ড ওই ধর্ষক। এতে মেয়েটি রক্তাক্ত যখম হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে মাগুরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন জাগো নিউজকে জানান, তদন্তের মাধ্যমে অপরাধীকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
আরাফাত হোসেন/এমএএস/পিআর