ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে প্রবাসীর বাড়ি থেকে অস্ত্র ও গান পাউডার উদ্ধার

প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৬ মে ২০১৭

ভৈরব শহরের জগন্নাথপুর এলাকার চেরাগ আলী সরকারের বাড়িতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, রিভলবার, গান পাউডার, স্প্লিন্টার, তলোয়ার ও চাকু উদ্ধার করেছে পুলিশ।

এর আগে কিশোরগঞ্জ ডিবি পুলিশ গত বৃহস্পতিবার গভীর রাতে ভৈরবের কুখ্যাত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নবী হুসেন ( ৪৫), ছিনতাইকারী মোবারক হোসেন ( ২২) ও আবুল কালামকে ( ১৯) পৌর এলাকার লক্ষীপুর থেকে আটক করে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার দুপুরে ইতালি প্রবাসী সৌরভের বাড়িতে ডিবি পুলিশ ও ভৈরব থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করে। সৌরভের বাবার নাম শহীদুল হক এবং দাদার নাম চেরাগ আলী সরকার।

এলাকাবাসী জানায়, আটক দুই ছিনতাইকারী মোবারক ও কালামের বন্ধু ইতালি প্রবাসী সৌরভ। গত কয়েকমাস আগে সৌরভ ইতালী থেকে বাড়ি এসে দুইমাস আগে আবার ইতালি চলে গেছে বলে তার পারিবারিক সূত্র জানায়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাকিব খাঁন জানান, নবী হোসেন আন্তঃজেলা ডাকাত দলের একজন সদস্য। তার বিরুদ্ধে ভৈরবসহ আশেপাশের থানাগুলোতে একাধিক ডাকাতিসহ নানা অপরাধমূলক মামলা রয়েছে।

ফারুক/এমএএস/পিআর