ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জন বিস্ফোরণে সরকার পালানোর পথ পায় না : টুকু

প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৬ মে ২০১৭

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপিতে জনজোয়ার দেখে সরকার ভীত হয়ে পড়েছে। নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হচ্ছে। পুলিশ দিয়ে ক্ষণিকের জন্য জনগণকে আটক রাখা যায়, কিন্তু জন বিস্ফোরণে সরকার পালানোর পথ পায় না।

মানুষ হিটলার, সাদ্দাম হোসেনের শাসন দেখেছে। তারা টিকে থাকতে পারে নাই। আল্লার বিচার আছে। দেশে আজ কারও নিরাপত্তা নাই। নারীরা ধর্ষিত হচ্ছে। সরকার দলীয় নেতা এমপিদের কারণে শিক্ষককে হ্যান্ডকাফ পড়িয়ে আদালতে হাজির করা হচ্ছে।

শুক্রবার বিকেলে শহরের হোসেনপুর মহল্লায় নিজ বাস ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদকব অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সহ-সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজ, প্রচার সম্পাদকব হারুন আর রশিদ খান হাসান প্রমুখ।

প্রসঙ্গত, ২০১০ সালে সিরাজগঞ্জে সয়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা ৭টি মামলায় ১ মাস কারাগারে আটক থাকার পর বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু জামিনে মুক্তি পায়। জামিনে মুক্ত হয়ে তিনি বিদেশে চিকিৎসা শেষে শুক্রবার বিকেলে তিনি সিরাজগঞ্জে আসেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।

ইউসুফ দেওয়ান রাজু/ এমএএস/পিআর