ঈশ্বরদীতে আরও এক যুবলীগ নেতা গ্রেফতার
প্রতীকী ছবি
ঈশ্বরদীতে ভূমিমন্ত্রীর ছেলে যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালসহ ১১ যুবলীগ নেতাকর্মীদের গ্রেফতারের পর আলোচিত সেই হামলা-ভাঙচুরের মামলার আরেক আসামি যুবলীগ নেতা তুষার নওয়াজীশকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় তাকে শহরের স্টেশন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। ঈশ্বরদীর আলোচিত ওই মামলায় এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১২। এজাহারভুক্ত নামীয় আসামির সংখ্যা ৩৪।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, গত ১৮ মে ঈশ্বরদীতে দোকান ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে তুষারকে গ্রেফতার করা হয়েছে। তুষার উপজেলা যুবলীগের অন্যতম নেতা।
আলাউদ্দিন আহমেদ/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ