খাগড়াছড়িতে গণজাগরণ মঞ্চের সংগঠকের কুশপুত্তলিকা দাহ
হাইকোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণ এবং হেফাজতে ইসলামের সারাদেশে থাকা মূর্তি ও ভাস্কর্য অপসারণের দাবির প্রেক্ষিতে খাগড়াছড়ি গণজাগরণ মঞ্চের সংগঠক এবং তরুন সাংবাদিক অপু দত্তের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তার কুশপুত্তলিকা দাহ করেছে খাগড়াছড়ি পৌর মেয়র সমর্থক হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের একাংশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে অপু দত্তের কুশপুত্তালিকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভকারীরা। তারা আদালত সড়ক হয়ে বাজার প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশ শেষে শাপলা চত্বরে অপু দত্তের কুশপুত্তালিকা দাহ করা হয়।
এসময় সেখানে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের একাংশের নেতা কামাল উদ্দিন পাটোয়ারী ও মো. নুরুন্নবী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অপু দত্ত ফেসবুক স্ট্যাটাসে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার ভাস্কর্য অপসারণের দাবি তুলে যে দুঃসাহসিকতা দেখিয়েছে তা রাষ্ট্রদ্রোহীতার সামিল। ২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বক্তারা। এর আগে তারা ‘অপু দত্তের আস্তানা জ্বালিয়ে দাও-গুড়িয়ে দাও’ সহ সাংবাদিকদের বিরুদ্ধে উষ্কানী-হুমকিমূলক শ্লোগান দেয়া হয়।
এ বিষয়ে অপু দত্ত মুঠোফোনে জাগো নিউজকে বলেন, আমি স্বাধীনতার পক্ষের মানুষ হয়ে কোনো ভাবেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও জাতীয় চার নেতার ভাস্কর্য অপসারণের কথা বলতে পারি না।
তিনি বলেন, হেফাজতসহ ধর্মভিত্তিক সংগঠনের দাবির প্রেক্ষিতে ‘তাহলে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার ভাস্কর্যগুলো কবে অপসারণ করা হচ্ছে’ মর্মে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এর ভুল ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে।
প্রসঙ্গত, বিগত পৌর নির্বাচনের সময় মেয়র রফিকুল আলমের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক অপু দত্তকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ ওঠে মেয়রের বিরুদ্ধে। সে অভিযোগের বিষয়ে ২০১৬ সালের ডিসেম্বর মাসে খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন অপু দত্ত।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ