ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গৌরনদীতে যৌতুকের দাবিতে অন্তঃসত্তা স্ত্রীকে হত্যা

প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১০ মে ২০১৫

বরিশালের গৌরনদীতে যৌতুকের দাবিতে অন্তঃসত্তা স্ত্রীকে মারধর করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। পরে স্ত্রী সুমা আক্তারের (১৯) লাশ ঢাকা-বরিশাল মহাসড়কের গয়নাঘাটা এলাকায় ফেলে পালিয়ে যায় তার স্বামী। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে মহসড়ক থেকে লাশ উদ্ধার করে।

গৌরনদী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, উপজেলার ইল্লা গ্রামের মন্নান ঘরামীর ছেলে রাসেদ ঘরামী বছর খানেক আগে প্রতিবেশী মতলেব ফকিরের মেয়ে ও বার্থী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সুমা আক্তারকে বিয়ে করেন। বেকার রাসেদ ঘরামী যৌতুকের দাবিতে প্রায়ই নির্যাতন চালাতো স্ত্রীর ওপর। কয়েকদিন আগে যৌতুকের টাকা আনার জন্য মারধর করে বাড়ি থেকে অন্তঃসত্তা স্ত্রীকে বের করে দেয় রাসেদ।

রোববার সকালে সুমা আক্তার টাকা না নিয়ে খালি হাতে স্বামীর বাড়ি ফেরে। এতে ক্ষিপ্ত হয়ে নির্মম নির্যাতন চালায় সুমা আক্তারের ওপর। নির্যাতনে অজ্ঞান হয়ে যান সুমা। এসময় রাসেদ তাকে গৌরনদী হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক সুমাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানায়। রাসেদ তার স্ত্রীর লাশ মহাসড়কের গৌরনদীর লিলা সিনেমা হলের সামনে অটোরিকশার মধ্যে রেখে পালিয়ে য়ায়। পরে পুলিশ নিহত সুমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি ও রাসেদ ঘরামীকে আটক করতে অভিযানে নেমেছে পুলিশ বলে জানান, ওসি মো. সাজ্জাদ হোসেন।

সাইফ আমীন/এমএএস/আরআই