ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দোকানে বসে আড্ডা দিচ্ছেন তিনি!

প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২৭ মে ২০১৭

দিনব্যাপী অবহেলিত খেটে খাওয়া মানুষের সঙ্গে আড্ডা দিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক। এ সময় সাধারণ মানুষের সঙ্গে গল্প ও তাদের খোঁজখবর নেন তিনি।

সাতক্ষীরা-৩ আসনের বিভিন্ন এলাকার চায়ের দোকানসহ রাস্তার মোড়ে মোড়ে সময় কাটিয়ে সর্ব সাধারণ মানুষের খোঁজখবর নেন সাবেক এই মন্ত্রী।

শনিবার সকালে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীদের সঙ্গে সাক্ষাৎ ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলেন তিনি।

sathkhira

এরপর ইছামতি নদীর ভাড়াশিমলা অংশের বাঁধভাঙন পরিদর্শন করেন। টিআর কাবিখা প্রকল্প ঘুরে শ্রমিকদের সঙ্গে সময় কাটান। পরে ভাড়াশিমলা ইউনিয়নের বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর নেন।

পরে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি ব্রজাপাটুলিয়া চৌরাস্থ মোড়ে এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিমিয় করেন এবং এলাকার খবর নেন। পরে তিনি নলতার বিভিন্ন এলাকার সুখ-দুঃখের মানুষের খোঁজখবর নিতে পায়ে হেটে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

আলাপচারিতায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বলেন, মানুষের ভাগ্য উন্নয়নে আমার চেষ্টা অব্যাহত থাকবে। কোনো ধর্ম-বর্ণের বিভেদ নেই। সকলের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই।

sathkhira

এছাড়া সাবেক এই মন্ত্রী কালিগঞ্জ উপজেলার নলতা, ভাড়াশিমলা, কারবালা, খারহাট, ব্রজাপাটুলিয়া এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. আসাদুর রহমান সেলিম, তারালী ইউপি সদস্য মো. এনামুল হোসেন ছোটসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান বলেন, সাতক্ষীরার উন্নয়নে ডা.আফম রুহুল হক এমপি স্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মন্ত্রী থাকাকালীন সাতক্ষীরায় মেডিকেল কলেজ স্থাপনসহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন। একটি মহল বিশেষ সুবিধা বঞ্চিত হয়ে বিভিন্ন সময় কুৎসা রটিয়েছে তার বিরুদ্ধে। সব সময় সর্বসাধারণের সঙ্গে মিশে রয়েছেন তিনি।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম