ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি আটক
প্রতীকী ছবি
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরামপুর চৌঘুরীয়া সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার গোরিপাড়া গ্রামের ওবায়দুর ইসলামের ছেলে মো. আনোয়ার হোসেন (২৫) এবং একই জেলার শাহাজাদপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. আতিয়ার রহমান (২২)।
বিজিবি-২৯ ব্যাটালিয়নের অধিনায়ক কোরবান আলী বলেন, শনিবার দিবাগত রাতে চৌঘুরীয়া সীমান্তের মেইন পিলার-২৮৯/২৫ সাব পিলার দিয়ে অবৈধভাবে দুই যুবক ভারতে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় ১০ গজ বাংলাদেশের অভ্যান্তরে ওই দুই যুবককে বিজিবির ঘাসুড়িয়া ক্যাম্পের সদস্যরা আটক করে। এ ব্যাপারে রাতেই তাদের নামে বিরামপুর থানায় মামলা হয়েছে। মামলা নং২৩।
বিজিবি-২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম