শেরপুরে আড়াই লাখ জাল টাকাসহ আটক ৮
শেরপুরে আড়াই লাখ জাল টাকাসহ জাল নোট চক্রের আটজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন শহরের নওহাটা এলাকার আলেক মাহমুদের ছেলে ফাহিম মিয়া (২০), মোফাজ্জল হোসেনের ছেলে তজ মিয়া (৩৪), সজবরখিলা এলাকার লক্ষ্মণ বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (২২), অর্জুন বিশ্বাসের ছেলে পার্থ বিশ্বাস (২০), গঙ্গা বাসফোরের ছেলে বিশু বাসফোর (২৪), সদর উপজেলার চৈতনখিলা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. মাসুদ (২০), শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে যুবরাজ হোসেন লিখন (৬৩) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ইলিয়াছ কাঞ্চন (৫৫)।
রোববার বিকেলে ডিবি পুলিশের ওসি পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে ঝিনাইগাতী থেকে প্রতিটি ১০০০ হাজার টাকা মূল্যের ৫২ হাজার টাকার জাল নোটসহ ফাহিম মিয়াকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শেরপুর শহরের সজবরখিলা এলকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে যুবরাজ হোসেন লিখন, মো. মাসুদ ও ইলিয়াছ কাঞ্চল নামে তিনজনকে আটক করা হয় এবং একেকটি ১০০০ হাজার টাকা মূল্যমানের আরও ২ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। পরে অন্যান্যদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
ডিবির ওসি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই জালনোট চক্রের সঙ্গে আরও কারা জড়িত সেই তথ্য জানতে আটকদের রিমান্ড আবেদনসহ বিচারিক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
হাকিম বাবুল/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ