ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে প্রতিপক্ষের হামলায় আহত ৫

প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৮ মে ২০১৭

নাটোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুসহ পাঁচজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে নাটোরের আহমেদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আহমেদপুর এলাকার জুরাম শেখের ছেলে ওহিদুল ইসলাম (৪৫), তার ছেলে আনিসুর রহমান (১৩), আবুল কালম আজাদের ছেলে রবিন (২০), মফিজের ছেলে হারুন (৩২) ও কাচন উদ্দীনের ছেলে রাসেল (২৫)।

আহত ওহিদুল ইসলাম জানান, বিকেলে বৃষ্টির মধ্যে তার ছেলে আনিসুর পাশের এক দোকানে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে থাকা বেঞ্চের ওপর দিয়ে  লাফিয়ে যাওয়ার সময় পানি ছিটে পড়ে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে একই এলাকার ময়দানের ছেলে জরিপ ও আজাদসহ আরও কয়েকজন শিশুটিকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে। এ সময় আত্মীয়রা তাদের বাধা দিলে তাদেরও মারধর করা হয়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানা পুলিশের (ওসি, তদন্ত) ইমরান হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেজাউল করিম রেজা/আরএআর/আরআইপি