ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিবচরে বাসচাপায় গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৮ এএম, ২৯ মে ২০১৭

মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চরে যাত্রীবাহী বাসচাপায় আকলিমা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকালে পাঁচ্চরে রাস্তা পার হতে গেলে বাসচাপায় ওই নারীর মৃত্যু হয়।

নিহত আকলিমা উপজেলার মাদবরেরচর এলাকার মতিউর রহমানের স্ত্রী।

স্থানীয় ও পাঁচ্চর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে কাঁঠালবাড়ী ঘাট গামী সেতু ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চরের কাছে আসলে নিয়ন্ত্রণ হারায়। এসময় রাস্তা পার হতে গেলে আকলিমা নামের এক নারীকে বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবহনটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

নাসিরুল হক/এফএ/এমএস