দেবহাটায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মালিক নিহত
সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর পানির কল এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকমালিক রফিকুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম বাজার গ্রামের আরশাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা যশোর ন-১১-০০৭৬৩ ট্রাকটি কালিগঞ্জ যাওয়ার সময় হাদিপুর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ও পরে বিদ্যুতের খুটিতে ধাক্কা দেয়। এসময় ট্রাকের ভেতরে থাকা গাড়ির মালিক নিহত হন। আহত হন পথচারি জগন্নাথপুর গ্রামের অজেদ গাঈনের স্ত্রী হাসিনা বেগম (৫৫) ও তার নানতী জান্নাতুল (৮)।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, আহতদের চিকিৎসার জন্য প্রথমে নলতা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মরদহটি উদ্ধার করা হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ