ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘মোরা’ মোকাবিলায় নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ১১:১৭ এএম, ২৯ মে ২০১৭

ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় নোয়াখালীর উপকূলীয় এলাকায় বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জেলার সুবর্ণচর, হাতিয়া ও কোম্পানিগঞ্জ উপজেলায় ৩১২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

জেলা প্রশাসন জানায়, উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে থাকতে মাইকিং করে ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার দে জানান, ৩১২টি আশ্রয় কেন্দ্র খুলে দেয়া হয়েছে। এর বাইরে প্রয়োজনে আরও ১০০টি স্কুল কলেজ প্রস্তুত রাখা হয়েছে। ৭ নম্বর সতর্ক সংকেত ঘোষণা হওয়ার পর থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে। জেলার তিনটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নিতে নির্দেশনা দেয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ লাখ টাকা ও ২৯৮ মেট্রিক টন চাল মজুদ রাখা হয়েছে।

তিনি আরও জানান, ‘মোরা’ মোকাবিলায় ১০২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও দুর্যোগ মোকালোয় রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা মাঠে রয়েছেন।

এদিকে, বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সকল ধরনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

মিজানুর রহমান/আরএআর/জেআইএম