মোরা মোকাবেলায় মাইকিং, আবারও ভেঙেছে কয়রার বাঁধ
খুলনার বিভিন্ন উপজেলার মানুষকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ সম্পর্কে সতর্ক করতে ও নিরাপদ আশ্রয়ে নিতে মাইকিং করা হচ্ছে। একই সঙ্গে জেলার ৯ উপজেলায় ২৫০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মোরা ধেয়ে আসায় মংলা বন্দরকে ৮নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হচ্ছে। এ অবস্থায় ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় সোমবার বেলা ১টায় জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা প্রশাসনে।
20170529204235.jpg)
খুলনার জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেন, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জরুরি সভা করে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে। জেলার ৯ উপজেলার ২৫০টি সাইক্লোন সেন্টারও প্রস্তুত রাখা হয়েছে।
জেলার উপকূলীয় উপজেলা কয়রা, পাইকগাছা, দাকোপে শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনগুলো মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে মানুষকে সতর্ক করতে ও নিরাপদ আশ্রয়ে নিতে মাইকিং করা হচ্ছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা, ট্রলার এবং সমুদ্রগামী জাহাজকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
20170529204230.jpg)
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ বলেন, ৪নং সংকেতের পর বন্দরে মিটিং হয়েছে। বন্দর থেকে আর কোনো জাহাজ ছাড়ছে না। কিন্তু বন্দরের উদ্দেশ্যে ইতোমধ্যে যেসব জাহাজ এসেছিল সেসব আসছে। মংলা বন্দরে অবস্থানরত জাহাজে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় মোরা মোকাবেলার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দুর্যোগ মোকাবেলায় বন্দরের সকল কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করে বন্দর কর্তৃপক্ষের উদ্ধারযানগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, সোমবার সকালে খুলনার কয়রা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের ১৩-১৪/২নং পোল্ডারের ঘাটাখালী গ্রামের আফতাব শেখের বাড়িসংলগ্ন পাউবো বেড়িবাঁধের ভাঙন কয়েক হাজার এলাকাবাসী মেরামত করেন। মেরামত করে এলাকাবাসী ফিরে আসার আধা ঘণ্টার মধ্যে আবারও তা ভেঙে নদীতে বিলিন হয়ে যায়। এতে করে ১০টি গ্রামের পাশাপাশি আরও নতুন নতুন এলাকা তলিয়ে যেতে শুরু করেছে।
আলমগীর হান্নান/এমএএস/জেআইএম