ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত সদর উপজেলার বুধল ইউনিয়ন বুধল ও মালিহাতা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়া জানায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধল গ্রাম ও মালিহাতা গ্রামের কয়েকটি এলাকা নিয়ে গঠিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে সদস্য হিসেবে শাহানা বেগম নির্বাচিত হন।
তবে ওই নারী সদস্যের মৃত্যুজনিত কারণে ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী হন জোৎস্না বেগম ও শিউলী বেগম। নির্বাচনে শিউলী বিজয়ী হওয়ার পর থেকেই বুধল ও মালিহাতা গ্রামে তাদের সমর্থকরা বিভক্ত হয়ে যায়।
এরই জের ধরে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে আবারও উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘণ্টা দেড়েক চলা এই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশকয়েকটি ঘর-বাড়ি ভাঙচুরের শিকার হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার গ্যাস ও শর্টগানের গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এখনো মোতায়েন রয়েছে।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম