ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘূর্ণিঝড় মোরা : নোয়াখালীতে বৃষ্টির সঙ্গে বইছে বাতাস

প্রকাশিত: ০৪:৪৬ এএম, ৩০ মে ২০১৭

ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে মঙ্গলবার সকাল ৬টা থেকে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বইছে। জেলার  কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ২৫ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।

নোয়াখালীর জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার জাগো নিউজকে জানান, তিনটি উপজেলার ৩১২টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৩০ হাজার নারী পুরুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া আরও হাজার হাজার মানুষ উঁচু পাকা বাড়িতে উঠেছেন।

তিনি আরও জানান, ইতিমধ্যে আশ্রয় নেয়া অনেকে বসত ঘরে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু তারা সে ব্যাপারে কঠোর রয়েছেন।

এদিকে হাতিয়ার মেঘনা নদীর পানির স্রোত আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সাগর উত্তাল রয়েছে।

হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুব মোর্শেদ জাগো নিউজকে জানান, ১৯৯১ সালে প্রলয়ংকারী ঘৃর্ণিঝড়ে আবহাওয়ার যে পরিস্থিতি ছিল বর্তমানেও সে রকম পরিস্থিতি বিরাজ করছে। সে সময় অনেক লোকের প্রাণহানি হয়েছিল। ফলে আতঙ্কে রয়েছেন তারা।

মিজানুর রহমান/আরএআর/এমএস