ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ০৯:৪২ এএম, ৩০ মে ২০১৭

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর এলাকায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মিতু (২৮) ও আইভি (৩২) সদর উপজেলার সালন্দর চৌধুরী হাট ফিডমিল এলাকার বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সদর উপজেলার সালন্দর এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ বাধে। এতে অটোরিকশাটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই নারী নিহত হন। এ সময় আরও দুই শিশুসহ আহত হয় ছয়জন।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী উদ্ধার কাজ পরিচালনা করে হতাহতেদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

এ সময় গুরুতর অবস্থায় ১ শিশু ও ১ নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক ডা. শুভেন্দু দেবনাথ।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবির জানান, সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহতদের আধুনিক সদর হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিপন/এমএএস/আরআইপি