ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশিত: ০২:১৮ পিএম, ৩০ মে ২০১৭

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কুদ্দুস আলী মোড়লকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের ফুড অফিস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কুদ্দুস আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসডান্ডা গ্রামের মৃত. গোপাল মোড়লের ছেলে। বর্তমানে তিনি শহরের কাটিয়া এলাকার ডা. সামাদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জাগো নিউজকে বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সদর থানা ও আশাশুনি থানায় একাধিক নাশকতা মামলা রয়েছে। সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আকরামুল ইসলাম/এএম/পিআর