ঈশ্বরদী ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার
পাবনায় অভিযান চালিয়ে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রাফিককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব তাকে গ্রেফতারের পর তাদের হেফাজতে নিয়েছে।
গত ১৮ মে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর ও শহরের ৩টি দোকানে হামলা ও ভাঙচুরের মামলায় রাফিকুল ইসলাম রাফিক একজন আসামি।
এছাড়া তার বিরুদ্ধে পূর্বের আরও কয়েকটি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। রাফিক আত্মগোপনে ছিল। বাড়ি হামলা মামলায় বাদী রয়েছেন মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাস ও উপজেলা ছাত্রলীগের সভাপতি যুবায়ের বিশ্বাসের বাবা আতিয়ার রহমান বিশ্বাস।
আলাউদ্দিন আহমেদ/এএম/পিআর