কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
কুষ্টিয়ার মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ তিনজন ডাকাতকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের মীর আব্দুল করিম কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত হায়দার মালিথার ছেলে আনার ওরফে আনারুল (৪০), ফজলু মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৩), বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামের আতিয়ার প্রামানিকের ছেলে মাসুদ প্রামানিক (৩৫)।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের মীর আব্দুল করিম কলেজের সামনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তিন ডাকাতকে আটক করে।
এ সময়ে পুলিশ তাদের কাছ থেকে ১টি শার্টার গান, এক রাউন্ড গুলি, ১টি গাছ কাটার করাত ও ২টি রামদা উদ্ধার করেছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
আল-মামুন সাগর/এএম/জেআইএম