ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে এক মানব পাচারকারী আটক

প্রকাশিত: ০৯:২০ এএম, ১২ মে ২০১৫

সিরাজগঞ্জের এনায়েতপুরে মানব পাচারকারী আবুল কালামকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে ট্রলারে করে মালয়েশিয়া পাঠানোর নামে জিম্মি করে টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার পাঠানো অনেক যাত্রীরই হদিস নেই বলে অভিযোগ এনে পরিবারের সদস্যরা থানায় মামলা করেছেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জাগো নিউজকে জানান, এনায়েতপুর থানার আড়কান্দি চরের রহিজ আলীর ছেলে তাঁত শ্রমিক ইয়ামিনসহ (১৭) অন্তত ৩০ জনকে আটক করা দালাল কালাম প্রতারণা করে ট্রলারে মালয়শিয়া পাচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার পাঠানো ৪ জনের হদিস পাওয়া যাচ্ছে না। রইজ উদ্দিন ছেলেকে না পেয়ে বাদী হয়ে আদম ব্যাপারী কালাম, গোপিনাথপুর গ্রামের আব্দুল হালিম, সোনাতলা গ্রামের ফরিদের নামে মামলা করেন। যার প্রেক্ষিতে মঙ্গলবার ভোর রাতে থানার এস আই মাজেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দ্বাদশপট্টি গ্রাম থেকে কালামকে আটক করে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাদল ভৌমিক/এমজেড/আরআইপি