ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিজয়নগরে বজ্রপাতে যুবক নিহত

প্রকাশিত: ০৬:১৭ এএম, ০১ জুন ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে আবদুল হান্নান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হান্নান ওই গ্রামের আবদুল হামিদের ছেলে।

পাহাড়পুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল বাছির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে প্রচণ্ড ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। হান্নান তার ঘরের চালায় জমে থাকা বৃষ্টির পানি ও গাছের পাতা সরানোর জন্য ঘর থেকে বের হন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি