ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘বড়ভাই’ বাহিনীর প্রধানসহ আটক ৫

প্রকাশিত: ১০:২৪ এএম, ০১ জুন ২০১৭

সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে বনদস্যু ‘বড়ভাই’ বাহিনীর প্রধানসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব। এ সময় দস্যুদের ব্যবহৃত ৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি র‌্যাবের।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাটের মংলার পশুর নদী সংলগ্ন বনের জোংড়া খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মংলা) পশুর নদীতে বিশেষ অভিযান শুরু করে র‌্যাব-৮ এর একটি দল।

দস্যু ‘বড়ভাই’ বাহিনীর অবস্থান অনুসন্ধানে র‌্যাব সকাল সাড়ে ১০টার দিকে বনের জোংড়া খালে পৌঁছালে দস্যু গ্রুপটি পালানোর চেষ্টা করে। এ সময় বড়ভাই বাহিনীর প্রধান মোশারফসহ পাঁচ দস্যুকে আটক করা হয়।

আটক দস্যুদের কাছ থেকে ৩টি একনালা বন্দুক, ১টি দোনালা বন্দুক, ১টি পয়েন্ট টুটুবোর রাইফেল, ১টি ওয়ান শুটারগান ও ১৯০ রাউন্ড বিভিন্ন ধরনের তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। আটক দস্যুদের ও উদ্ধার হওয়া গোলাবারুদ খুলনা দাকোপ থানায় হস্তান্তরের করা হয়েছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা আদনান কবির বলেন, বড় বড় দস্যু বাহিনীগুলো মংলা, বরিশালসহ বিভিন্নস্থানে র‌্যাব-৮ এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র-গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করায় সুন্দরবনের দস্যুতা এখন নেই বললেই চলে।

শওকত আলী বাবু/এএম/জেআইএম