দিনাজপুরে দু`দফা ভূমিকম্পে আহত ৪
দু`দফা ভূমিকম্প, ঝড় ও বৃষ্টিতে দিনাজপুরে ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে প্রথম এবং পরে ১টা ৪৩ মিনিটে দ্বিতীয় দফা ভূমিকম্প হয়।
আহতরা হলেন, বীরগঞ্জ উপজেলা পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের মো. আজিম (৩২), ভোগনগর ইউনিয়নের চকমাহানপুর গ্রামের মামুন (২৬), বীরগঞ্জ শহরের উত্তর সুজালপুর গ্রামের প্রভাষক লতিফুর রহমান (৩৫) ও কলেজ পাড়ার প্রভাষক শামিম আক্তার সজিব (৩৩)। এদের মধ্যে আজিম ও মামুনকে বীরগঞ্জ হাসপাতালে করা হয়েছে।
দিনাজপুরে ভূমিকম্প,ঝড় ও বৃষ্টি এক সাথে শুরু হয়। ফলে সাধারণ মানুষ নিরাপদ স্থানে যেতে বিড়ম্বনায় পড়ে যায়। এসময় আতঙ্কে ছুটোছুটি করতে গিয়ে ৪ জন আহত হয়।
এছাড়া ঝড়ে দিনাজপুরের লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় দোকানের, ব্যাংক, বীমার ব্যানার সাইনবোর্ড ছিঁড়ে ও ভেঙে পড়ে। ঝড় বৃষ্টির মধ্যেই মানুষ রাস্তায় নেমে আসে।
এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি