ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ১০:১০ এএম, ০২ জুন ২০১৭

ছিনতাইয়ের অভিযোগে পিরোজপুরের নাজিরপুরে নাজমুল হুদা স্বপন নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দীর্ঘা খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওই যুবলীগ নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে ঢাকার সূত্রাপুর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গ্রেফতারকৃত নাজমুল হুদা স্বপন উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের খলনি গ্রামের মৃত হাকিম হাওলাদারেরু ছেলে। তিনি নাজিরপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই যুবলীগ নেতার বিরুদ্ধে ঢাকার সূত্রাপুর থানায় দায়েরকৃত একটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে ওই মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হাসান মামুন/আরএআর/পিআর