সাতক্ষীরায় অর্থ আত্মসাতের দায়ে এনজিও পরিচালক আটক
গ্রাহকের প্রায় ৩৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি উন্নয়ন সংস্থা হিউম্যান ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশনের (হিফ) সাতক্ষীরা অঞ্চলের পরিচালক নাজমুল আহসান মিন্টুকে (৩৫)আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি ওই উপজেলার রঘুনাথপুর গ্রামের ডা. শামসুর রহমানের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল হক জাগো নিউজকে জানান, সাতক্ষীরায় ঘরবাড়ি তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭৪৯ জন সাধারণ মানুষের কাছ থেকে ৫ হাজার ২০০ টাকা করে উত্তোলন করে হিফ। কিন্তু কাজ না করায় বিক্ষুব্ধ গ্রাহকরা শুক্রবার বিকেলে হিপের সাতক্ষীরার পরিচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ওসি জানান, হিফের গ্রাহকদের দাবি তাদের কাছ থেকে ৭ হাজার ২০০ টাকা করে উত্তোলন করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকার মানুষের নিকট থেকে ৩৮ লাখ ৯৪ হাজার ৮শ টাকা উত্তোলন করেছেন নাজমুল। প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলনের অভিযোগে থানায় মামলা হয়েছে।
আকরামুল ইসলাম/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ