ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে ২টি ড্রেজার ধ্বংস, মোটরসাইকেল জব্দ

প্রকাশিত: ১০:৪১ এএম, ০৩ জুন ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে ২টি ড্রেজার ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন।

শনিবার দুপুরে লৌহজং নদীর গেড়ামারা এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার দুটি ধ্বংস করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি পালসার মোটরসাইকেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

এর আগে ভ্রাম্যমাণ আদালত উপজেলার সোহাগপাড়া বাজারে কয়েকটি খাবার হোটেলে অভিযান চালায়। এর মধ্যে চারটি হোটেলে খাবার পরিবেশনে অপরিচ্ছন্নতা থাকার কারণে মালিকদের কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইসরাত সাদমীন বলেন, লৌহজং নদীর গেড়ামারা এলাকায় ব্রিজের পাশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়।

তবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। ড্রেজার দুটি ধবংস করে দেয়া হয়েছে। এছাড়া পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এর আগে সোহাগপাড়া বাজারে হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে তিনি জানান।

এস এম এরশাদ/এএম/এমএস