ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৩ জুন ২০১৭

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন ওই স্কুলছাত্রীর চাচা মো. আল-আমিন মিয়া।

মোস্তাফিজুর রহমান বাদল সদর উপজেলার লেংগাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মৌজা মালীবাড়ী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

মামলা হওয়ার বিষয়টি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান রাত সোয়া ৮টায় জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের নবম শ্রেণির এক স্কুলছাত্রী (১৩) লক্ষ্মীপুর ইউনিয়নের লেংগাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করার সময় মোস্তাফিজুর রহমান বাদল তাকে উত্ত্যক্ত করতেন। এমতাবস্থায় ওই স্কুলছাত্রীকে খোর্দমালিবাড়ী উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে দেয়া হয়।

ওই স্কুলছাত্রী ও ইউপি চেয়ারম্যানের বাড়ি পাশাপাশি গ্রামে। গত ২৭ মে রাত ১১টার দিকে মোস্তাফিজুর রহমান ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ছাত্রী চিৎকার করলে তিনি পালিয়ে যান। এরপর থেকে ওই ছাত্রীর পরিবারকে মামলা না করতে হুমকি দেয়া হচ্ছিল।

পরে শনিবার রাতে স্কুলছাত্রীর চাচা মো. আল-আমিন মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলের দুইটি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

রওশন আলম পাপুল/আরএআর/এমএস