কালিহাতীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৩
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ৫০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে কালিহাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার বলা এলাকা থেকে সাবেক চেয়ারম্যান আবুল হাসেমের ছেলে মোহাম্মদ আলী (২৮) এবং অপরদিকে কালিহাতী পৌর এলাকার দক্ষিণ বেতডোবা এলাকা থেকে ইকবালের ছেলে অনিক (২৫) ও নিশ্চিন্তপুর এলাকা থেকে লক্ষ্মণ চন্দ্র ঘোষের ছেলে কৃষ্ণ চন্দ্র ঘোষকে (৩২) ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস