ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছোট ভাইয়ের হাতে রক্তাক্ত বড় ভাই

প্রকাশিত: ০২:২২ পিএম, ০৪ জুন ২০১৭

নেশার টাকা না দেয়ায় নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গুচ্ছ গ্রামে ছোট ভাই আনারুল দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে বড় ভাই আবুল কাসেমকে (৩০)।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে। দায়ের কোপে মাথার মগজ বের হয়ে যাওয়ায় আবুল কাসেমকে মদন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

কাসেমের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে মাদকসেবী আনারুল নেশার টাকার জন্য বড় ভাই আবুল কাসেমকে অনুরোধ করতে থাকে। কিন্তু বড় ভাই টাকা দিতে অস্বীকৃতি জানালে ছোট ভাই দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. আব্দুল কদ্দুছ জাগো নিউজকে বলেন, আহত আবুল কাসেমের অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।

কামাল হোসাইন/এএম/পিআর