ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে এক মানব পাচারকারী গ্রেফতার

প্রকাশিত: ১০:১০ এএম, ১৩ মে ২০১৫

সিরাজগঞ্জে মানব পাচারকারী দলের সদস্য কালু গাজীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে বেলকুচি উপজেলার দৌলতপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কালু গাজী দৌলতপুর গ্রামের আকব্বর আলীর ছেলে।

বেলকুচি খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কালু গাজীর বিরুদ্ধে মানব পাচারের একাধিক মামলা রয়েছে। ইতিমধ্যে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট পাঁচজন পাচারকারীকে গ্রেফতার করেছে।

বাদল ভৌমিক/এআরএ/আরআই