ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৩ মে ২০১৫

গাইবান্ধার ফুলছড়িতে হাত বাঁধা অবস্থায় খোকন আকন্দ (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদের চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত খোকন আকন্দ সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের বাবু আকন্দের ছেলে। তিনি চায়না কনট্রাকশনের শ্রমিক হিসেবে ঢাকায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রহ্মপুত্র নদের রসুলপুর চর এলাকায় ফিতা দিয়ে দুই হাত বাঁধা অবস্থায় খোকনের রক্তাক্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

খোকনের ভগ্নিপতি আশিকুর রহমান ও স্বজনরা জানান, ঢাকা থেকে তারা ৩/৪ জন এক সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গাইবান্ধায় এসে ব্যাটারী চালিত অটোরিকশা করে বালাসীঘাট আসার পর থেকে তিনি নিখোঁজ হন।  

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মন্ডল লাশ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে জানান, ফিতা দিয়ে খোকনের দুই হাত বাঁধা ছিলো। এছাড়া রক্তাক্ত শরীরের বিভিন্ন জায়গা ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে হত্যার পর ব্রহ্মপুত্র নদে লাশ ফেলে দেয়।

তিনি আরো জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় খোকনের পরিবারের পক্ষ থেকে ফুলছড়ি থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

অমিত দাশ/এআরএ/আরআইপি