ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে নব্য জেএমবির ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪৬ এএম, ০৫ জুন ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকা থেকে রোববার দিবাগত রাতে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতাররা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগর আব্বাস বাজার গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে রুহুল আমিন (৫৫) ও গোমস্তাপুর উপজেলার রহমত পাড়ার আতাউর রহমানের ছেলে আল আমিন (২৪)।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মুজাহিদুল ইসলাম সোমবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত একটার দিকে শিবগঞ্জ উপজেলার মনকাষা এলাকা থেকে রুহুল আমিন ও আল আমিনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তারা দু’জনই নব্য জেএমবির সদস্য।

তিনি জানান, গ্রেফতার রুহুল আমিন শিবনগর গ্রামে জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্টে নিহত রফিকুল আলম আবুর শ্বশুর। ওই ঘটনায় সে শিবগঞ্জ থানায় মামলার এজাহারভুক্ত আসামি। শিবনগর গ্রামে পুলিশ জঙ্গি আস্তানা ঘেরাওয়ের পর থেকে সে পলাতক ছিল। এছাড়া আল আমিন ২০১২ সালে নাচোলে জেএমবি সদস্য সালমান হত্যার এজাহারভুক্ত পলাতক আসামি।

মোহা. আব্দু্ল্লাহ/এফএ/এমএস