ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে আগুনে ৫টি দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০৯:২৬ এএম, ০৫ জুন ২০১৭

শেরপুরের নালিতাবাড়ী শহরের উত্তর বাজারে অগ্নিকাণ্ডে মাহতাব মার্কেটের পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই মার্কেটের কোনো দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসকর্মীদের।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, ভোরে নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজারে মাহতাব মার্কেট নামে টিনসেড মার্কেটের ভেতর থেকে আগুন জ্বলতে দেখেন রাস্তায় পথচারীরা। এ সময় তারা অগুন আগুন বলে ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে মুহূর্তেই আরএফএল প্লাস্টিক শো-রুম ও পেছনে থাকা বসতঘর, কাপড়ের দোকান, জুয়েলারি দোকান, সারের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দু্টি ইউনিট ঘটনাস্থলে ছুটে এলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আসিফ অ্যান্ড আবিদ এন্টারপ্রাইজের মালিক আমিনুল ইসলাম জানান, তার প্লাস্টিক দোকানের প্রায় ৯০ লাখ টাকার প্লাস্টিক সামগ্রী, মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক বিল্লাল হোসেনের সার-কীটনাশকের দোকান ও সারের গোডাউনসহ প্রায় ৩০ লাখ টাকার কৃষি সামগ্রী, ওরিয়ন অ্যান্ড ফারিয়া এন্টারপ্রাইজের মালিক রুবেল মিয়ার হার্ডওয়ারের প্রায় ৫ লাখ টাকার মালামাল, তাহমিদ ফ্যাশন হাউজের এনামুল কবির কিবরিয়ার গার্মেন্টস দোকানের প্রায় ১৪ লাখ টাকার মালামাল এবং জয়শ্রী জুয়েলার্স মালিক ধীরেন্দ্র কর্মকারের স্বর্ণের দোকানের প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তারা তাদের পূজি হারিয়ে এখন চোখেমুখে অন্ধকার দেখছেন।

তাহমিদ ফ্যাশন হাউজের এনামুল কবির কিবরিয়া বলেন, দোকানে ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের জামা-কাপড় এনেছিলাম। অনেক ভালো ব্যবসা হবে বলে স্বপ্ন দেখেছিলাম। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বাঁচাতে পারিনি।

নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান বলেন, কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মার্কেটের কোনো দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।

হাকিম বাবুল/আরএআর/জেআইএম