ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যমুনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:১৫ এএম, ০৫ জুন ২০১৭

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে নিখোঁজ হওয়া শিশু মিমের (৭) মরদেহ তিনদিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে যমুনা নদীতে ভাসমান অবস্থান স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে।

নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার দুপুরে চরের নাটুয়ারপাড়া সোনালী ব্যাংক পাড়ার মুদি দোকানি আব্দুল মালেকের দুই শিশু কন্যা মিম (৭) ও জীম (৫) নদীতে গোসল করতে নেমে যমুনার স্রোতে ভেসে যায়।

অনেক খোঁজাখুঁজির পর ওইদিন বিকেল ৪টায় ছোটবোন জীমের মরদেহ স্থানীয় লোকজন উদ্ধার করলেও বড়বোন মিমের মরদেহ উদ্ধার করতে পারেননি। তিন দিন পর সোমবার দুপুরে সিরাজগঞ্জের নিকট যমুনা নদী থেকে মিমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম