লাশ চুরির ভয়ে বাড়িতেই দাফন
নাটোরের গুরুদাসপুরে ঝড়ের সময় মোবাইল ফোনে কথা বলতে গিয়ে বজ্রপাতে মারা যান কাবিল উদ্দিন (২৮) নামে এক দিনমজুর। লাশ চুরি যাওয়ার ভয়ে তাকে সামাজিক কবরস্থানে দাফন না করে নিজ বাড়িতে দাফন করা হয়েছে। পরে এলাকাবাসী চাঁদা তুলে কবরটি পাকা করে দিয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নারিবাড়ী সড়কপাড়া এ ঘটনা ঘটে। নিহত কাবিল উদ্দিন একই গ্রামের বুদ্দুস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাবিলের লাশ নিয়ে জনমনে প্রশ্ন উঠে- বাজ পরা লাশ দিয়ে কী হয়? কেনইবা এই লাশ চুরি হয়? অনেকেই বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তির লাশ দিয়ে এক ধরনের ম্যাগনেট তৈরি হয়। বিদেশিরা লাশ কিনে নেন! বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের কারণেই শেষ পর্যন্ত কাবিলের লাশ চুরির ভয়ে তার নিজ বাড়িতে দাফন করা হয়। সেই সঙ্গে কবরটি পাকাও করেন এলাকাবাসী।
নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, ঝড়ের সময় কাবিল ঘরের ভেতরে বাম কানে মোবাইলে নিয়ে কথা বলছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়। পরে অনেকেই বলে নিহতের লাশ যদি সামাজিক কবরস্থানে দাফন করা হয় তাহলে তার লাশ রাতের অন্ধকারে চুরির সম্ভাবনা রয়েছে। এ কারণে এলাকার সব মানুষ চাঁদা দিয়ে নিজ বাড়িতে তাকে দাফন করে কবর পাকা করে দিয়েছেন।
রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম