বিলে মিলল যুবকের ভাসমান মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের শালকান্দি গ্রামের একটি বিল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে স্থানীয়রা শালকান্দি গ্রামের একটি বিলে অজ্ঞাত ওই যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে নবীনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নিহত যুবকের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে হ্যাঁ ভোটের কথা বলায় খতিবকে যুবদল নেতার হুমকি
- ২ মিরসরাইয়ে থেমে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ২
- ৩ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ মান্নার
- ৪ সাভারে বাসায় আগুন, দুই জাবি ছাত্রসহ দগ্ধ ৪
- ৫ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, পাবনায় বিএনপির চার নেতাকে বহিষ্কার