ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভাতিজার অস্ত্রের আঘাতে চাচার মৃত্যু

প্রকাশিত: ১১:০৪ এএম, ০৬ জুন ২০১৭

ভাতিজার অস্ত্রের আঘাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম (৫৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নজরুল ইসলাম ওই গ্রামের শফিউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পশ্চিম ছাপড়হাটি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সোহেল রানার একটি ছাগল একই গ্রামের শফিউল ইসলামের ছেলে নজরুল ইসলামের ছোট একটি আম গাছের পাতা খায়। পরে নজরুল ইসলামের সঙ্গে সোহেল রানার কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সোহেল রানা ধারাল অস্ত্র দিয়ে নজরুল ইসলামের ঘাড়ে ও কানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জাহাঙ্গীর আলম ও নজরুল ইসলাম দুইজন চাচাতো ভাই। ঘটনার পর থেকে সোহেল রানা পলাতক রয়েছেন।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিয়ার রহমান বলেন, নজরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। সোহেল রানাকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান ওসি।

রওশন আলম পাপুল/এএম/আরআইপি