দিনাজপুরে ইয়াবাসহ পরিবহন শ্রমিক নেতা আটক, সড়ক অবরোধ
দিনাজপুরে অভিযান চালিয়ে উদয় চক্রবর্তী নামে একজন পরিবহন নেতাকে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র্যাব। এই ঘটনার জেরে ৭ ঘণ্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। একই সঙ্গে তারা চলাচল করতে দেয়নি জেলার কোনো যাত্রীবাহি বাস।
র্যাব-১৩ দিনাজপুর সিপিসি ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, সোমবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সিনিয়র এএসপি মাহমুদুল হাসানের নেতৃত্বে র্যাবের সদস্যরা অভিযান চালায়। অভিযানকালে সদর উপজেলার মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও বাস কাউন্টারের সামনে থেকে ৯৭ পিস ইয়াবাসহ উদয় চক্রবর্তী (৪৫) নামে একজন পরিবহন নেতাকে আটক করা হয়।
আটক উদয় চক্রবর্তী সদর উপজেলা শহরের সুইহারী এলাকার মৃত পরিমল চক্রবর্তীর ছেলে ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগসহ কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
এদিকে এই ঘটনার জেরে মঙ্গলবার ভোর ৫টা থেকে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। একই সঙ্গে শ্রমিকরা জেলা শহরের সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়। এসময় তারা আটক উদয় চক্রবর্তীকে অবিলম্বে ছেড়ে দেয়ার দাবি জানায়।
পরে ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ১২টার দিকে অবরোধস্থানে পুলিশ এসে কোনো প্রকার অন্যায়ভাবে তাকে যুক্ত করা হবে না এমন আশ্বাসের ভিত্তিতে পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
এমদাদুল হক মিলন/এমএএস/আরআইপি