চৌমুহনীতে ৩ সেমাই কারখানা মালিকের জরিমানা
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে তিনটি সেমাই কারখানার ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে চৌমুহনীর বিভিন্ন সেমাই তৈরির কারখানায় এ অভিযান করা হয়।
এ সময় একজন মালিককে আটক করা হলে ও পরে তার কাছ থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে অনেক সেমাই কারখানার মালিক তালা লাগিয়ে পালিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওসি সাজেদুর রহমান ও বিএসটিআইয়ের অফিসার ইকবাল করিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম জাগো নিউজকে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। তবে কাজটি করা খুব কঠিন। রাজনৈতিক বিভিন্ন ব্যক্তির তদবির থাকায় অপরাধ অনুসারে জেল-জরিমানা করা যায় না। তবুও আমাদের অভিযান চলবে।
মিজানুর রহমান/এএম/জেআইএম