ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে মা-মেয়ের আত্মহত্যা

প্রকাশিত: ০৭:৩১ এএম, ১৪ মে ২০১৫

দিনাজপুরে মা কোহিনুর বেগম কেয়া (৩৭) এবং মেয়ে তৃষ্ণা (৫) বিষ পান করে আত্মহত্যা করেছেন। তাদের শয়নক্ক্ষ থেকে পুলিশ একটি চিঠি উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দিনাজপুর হাসপাতালে ভর্তি করে।

কোহিনুর বেগম দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার বাসিন্দা এবং ঠাকুরগাঁও এ কর্মরত বিজিবি সদস্য মো. হারুন-অর-রশীদের স্ত্রী।

কোতয়ালী থানা পুলিশের উপ-পরিচালক (এসআই) রাজীব জানান, দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকা বাসিন্দা এবং ঠাকুরগাঁও এ কর্মরত বিজিবি সদস্য মো.হারুন-অর-রশীদের স্ত্রী কোহিনুর বেগম কেয়া (৩৭) এবং মেয়ে তৃষ্ণা (৫) বিষ পান করলে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দিনাজপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করে। তাদের মৃত্যুর খবর শুনে বাড়িতে গিয়ে একটি চিঠি উদ্ধার করা হয়েছে। যাতে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

এদিকে প্রতিবেশীরা জানায়, নিহতের স্বামী চাকুরি করার কারণে দীর্ঘ দিন ধরে কোহিনুর বেগম কেয়ার সাথে শাশুড়ি রেফুন বেগম (৬৫) এর পারিবারিক কলহ চলে আসছিল। সেই কলহের জের ধরে বুধবার রাতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর মা-মেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল ১১টায় পর্যন্ত তাদের কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করে।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এমদাদুল হক মিলন/এসএস/পিআর