ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৭ জুন ২০১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঈদের আগে ও পরে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সওজ কর্তৃপক্ষ।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানকালে ফুটপাতে বসানো প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযোগ আছে, শিমরাইল মোড়ের ফুটপাত থেকে প্রতিমাসে অর্ধকোটি টাকা চাঁদা উত্তোলন করতো স্থানীয় প্রভাবাশালীরা।

বুধবার সরেজমিনে দেখা যায়, ফলের দোকানসহ বিভিন্ন দোকানে রেকার ও ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তপক্ষ। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণপাশে হকারদের দখলকৃত লেনটি এখন যানচলাচলের উপযোগী হয়ে উঠেছে।

এছাড়া ফুটপাত দিয়ে সাধারণ মানুষ নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারছে। উচ্ছেদের সময় সওজ নারায়ণগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল ও উপ-সহকারী প্রকৌশলী মো. সোহেল মাহমুদ উপস্থিত ছিলেন।

উপ-সহকারী প্রকৌশলী মো. সোহেল মাহমুদ জানান, প্রভাবশালী একটি চাঁদাবাজ চক্র জনসাধারণের চলাচলের ফুটপাত ও মহাসড়কের কিছু অংশ দখল করে অবৈধ স্থাপনা তুলে ভাড়া দিয়ে চাঁদা আদায় করতো। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় আমরা এসকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করি।

হোসেন চিশতী সিপলু/এএম/আরআইপি