সিরাজগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
সিরাজগঞ্জের বেলকুচির চরসগুনা গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। পুলিশ বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। নিহত আঙ্গুরী খাতুন (২০) চর সগুনা গ্রামের আল আমিনের স্ত্রী। ঘটনার পর থেকে বাড়ির সবাই পলাতক রয়েছেন।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ৩ বছর আগে নাটোরের আমিরুল ইসলামে মেয়ে আঙ্গুরীর সাথে চরসগুনা গ্রামের আল আমিনের বিয়ে হয়। বিয়ের পরে তদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকেই ওয়ার্কশপ ব্যবসায়ী আল আমিনের সাথে স্ত্রী আঙ্গুরীর দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ের স্বামী এবং তার পরিবারের লোকজন আঙ্গুরীকে শ্বাসরোধ করে হত্যা করে। এদিকে হত্যাটি আত্মহত্যা বলে চালানোর জন্য লাশ ঘরের ধরনার সাথে ঝুলিয়ে রেখে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ঘর খুলে লাশ নামিয়ে থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বাদল ভৌমিক/এসএস/পিআর