ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাচাকে পিটিয়েছে বখাটেরা
ভোলার মনপুরায় ভাতিজিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মোসলেহউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে ৬ বখাটে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ভূঁইয়ারহাট বাজারের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনপুরা হাসপাতালে ভর্তি করে। পরে রোগীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই ভোলা হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়রা দুই বখাটে খোকন ও মোশারেফকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। কিন্তু এই ঘটনায় জড়িত অপর চারজন এখনও পলাতক। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত মোসলেহউদ্দিনের ভাতিজি একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তাকে প্রতিদিন কলেজে ও বাড়িতে গিয়ে উত্ত্যক্ত করে আসছিল ৬ বখাটে।
এই ঘটনা শুনে তার চাচা বখাটেদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে দুই মোটরসাইকেলে করে ৬ বখাটে একত্রিত হয়ে লাঠি নিয়ে মোসলেহউদ্দিনের বাড়িন সামনে জড়ো হয়।
একপর্যায়ে তারা মোবাইল ফোনে ডেকে নিয়ে বাড়ির সামনে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এ সময় রাস্তায় উপর দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা যেতে দেখে মোসলেহউদ্দিন চিৎকার শুরু করে। পরে রিকশাওয়ালাসহ স্থানীয়রা এগিয়ে আসলে ৪ বখাটে পালিয়ে গেলেও দুই বখাটেকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা।
মনপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, এ ঘটনায় থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অপর চার আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এএম/পিআর