পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীর মুখে সুপার গ্লু
মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম এলাকার পান্থাপাড়া গ্রামে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী রেশমা বেগম (২৮) নামের এক গৃহবধুকে অমানবিক নির্যাতন করা হয়ছে। তাকে হাত পা বেঁধে মুখে সুপার গ্লু দিয়ে মুখ আটকিয়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছেন পাষণ্ড স্বামী আকাশ তালুকদার তারা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার হয়ে গৃহবধু গোঙরাতে থাকলে প্রতিবেশিরা এসে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর পরিবার জানান, ১০ বছর আগে কালকিনি পৌর এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামের আদেলউদ্দিন তালুকদারের মেয়ে রেশমার সঙ্গে পান্থাপাড়া গ্রামের মোহাম্মদ তালুকদারের ছেলে আকাশ তালুকদার তারার সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান থাকা সত্ত্বেও বখাটে স্বামী তারা তালুকদার বিভিন্ন মেয়েদের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্ত্রী বাঁধা দিলে তাকে তারা তালুকদার, শ্বাশুড়ি শেফালি বেগম ও ননদ জামাই বোরহান হাওলাদার মিলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। এ ঘটনায় কালকিনি থানায় মামলার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে নির্যাতিতার মা তাসলিমা বেগম অভিযোগ করে বলেন আমার মেয়েকে বিবাহর পর থেকেই লম্পট তারা তালুকদার বিভিন্ন মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক করে। পরে কৌশলে আমার মেয়ের উপরে নির্যাতন চালাচ্ছে। আমি এ নির্যাতনকারীর বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্তকারী তারা তালুকদারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এম নাসিরুল হক/এমজেড/পিআর