ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

প্রকাশিত: ০৩:২০ এএম, ০৮ জুন ২০১৭

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই কাউসার (২৫) নামের এক যুবক খুন হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় খাসকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হন ওই যুবক।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. শৈবাল বসাক জানান, হাসপাতালে নিয়ে আসার অন্তত আধাঘণ্টা আগেই কাউসার মারা যান। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, পূর্ব থেকেই জমির ভাগাভাগি নিয়ে উভয় পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ ছিল। সন্ধ্যায় চাচাতো ভাই ইসমাইল ছুরি দিয়ে কাউসারের বুকে আঘাত করে তাকে হত্যা করে। ইসমাইল (৩০) হেলাল উদ্দিন হালদারের ছেলে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর