ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৪ মে ২০১৫

সিরাজগঞ্জে উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হাসান।
 
মানবপাচার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবরের উদ্বেগ জানিয়ে সভায় বক্তব্য রাখেন, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফজী খান প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, সমিতির সভাপতি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সভায় বক্তরা অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকাসহ মানবপাচারকারীদের বিষয়ে সচেতন হবার পরামর্শ দেন।

বাদল ভৌমিক/এসএস/পিআর