বীরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
দিনাজপুরের বীরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আরমান আলী (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরমান আলী উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর ধনীপাড়া গ্রামের মো. আব্দুল ওহাবের ছেলে।
বীরগঞ্জ থানা পুলিশের এসআই মো. আনোয়ারুল ইসলাম জানান, উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর ধনীপাড়া গ্রামের মো. আব্দুল ওহাবের ছেলে মো. আরমান আলী এক মাস আগে থেকে ন্যাজারিন মিশনের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৫) উত্ত্যক্ত করে আসছিল।
বিষয়টি আরমান আলীর পরিবারকে অবহিত করলে সে ক্ষিপ্ত হয়ে স্কুলছাত্রীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেয়। এর একপর্যায়ে গত ৩ জুন আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্কুলছাত্রীকে বাড়ির পাশে দামাইক্ষেত্র রাস্তায় একা পেয়ে আরমান আলী তার বন্ধু একই জেলার খানসামা উপজেলার জোয়ার কালির বাজারের মো. ছাত্তারের ছেলে মো. শহীদুল ইসলামের সহযোগিতায় কৌশল রায়ের ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় বিষয়টি কাউকে জানালে হত্যা করা হবে বলে ধর্ষিতাকে হুমকি দেয়া হয়।
তিনি আরও জানান, ধর্ষিতার পরিবার বিষয়টি পরদিন সকালে স্থানীয় ইউনিয় পরিষদ সদস্যকে অবহিত করলে তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। কিন্তু ঘটনার সুরাহা না হওয়ায় বুধবার রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আরমান আলীকে উপজেলার পাল্টাপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করে।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মোহছেউল গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ধর্ষিতার বাবা দুইজনকে আসামি করে বীরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত আরমান আলীকে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম